Naya Diganta

পটিয়ায় লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার

পটিয়ায় লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে রেঞ্জ কর্মকর্তা পাহাড়ি অরণ্যে অবমুক্ত করেন।

বুধবার বিকেলে পাহাড়ের গহীন অরণ্যে মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নেছার কলোনী এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে মুরগি খেতে এসে মেছোবাঘটি আটকা পড়ে। পরে পটিয়া রেঞ্জ কার্যালয়ে খবর দিলে শ্রীমাই বন বিট কর্মকর্তা ইফতেখার উদ্দীন, হেডম্যান মহিউদ্দীন ও মাহাবুবুল আলম ঘটনাস্থল থেকে বাঘটি উদ্ধার করে।

পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা নুরুল আলম হাবিব জানান, মেছোবাঘটিকে স্থানীয়ভাবে লতা বাঘ বলা হয়। এরা সাধারণত পাহাড়ে বিভিন্ন পশু-পাখি খেয়ে জীবন ধারণ করে। বর্তমানে পাহাড়ী অঞ্চলে তাদের খাবার কমে যাওয়ায় লোকালয়ে হাঁস-মুরগিসহ আহারের খোঁজে চলে আসছে। বাঘটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।