Naya Diganta

চকোরিয়ায় সংসদ সদস্য জাফরের বাড়ি ঘেরাওয়ের হুমকি

সমাবেশে বক্তব্য রাখেছেন সাবেক এমপি ইলিয়াছ।

কক্সবাজারের চকোরিয়া-পেকুয়া এলাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে জবরদখল ও নৈরাজ্য চলছে অভিযোগ করে তার বাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (এরশাদ) সাবেক সংসদ সদস্য মো: ইলিয়াছ।

বুধবার দুপুর ১২টার দিকে তেল, গ্যাস, ডিজেল ও অকটেনসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয় পার্টি চকরিয়া উপজেলা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে চকরিয়া কোর্ট সেন্টারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে এলাকার ৫০ হাজার চিংড়ি ঘেরে জবরদখল ও নৈরাজ্য চলছে। তার নেতৃত্বে এখানে আরেকটি সরকার প্রতিষ্ঠা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে ইলিয়াছ বলেন, ‘জাফরের নেতৃত্বে চিংড়ি ঘেরে যেসব দখলবাজি চলছে তার ব্যবস্থা নিন, তা না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দিন। অন্যথায় আমরা জনগণকে সাথে নিয়ে তার বাড়ি ঘেরাও করবো।’

সাবেক সংসদ সদস্য ইলিয়াছ আরো বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের দম বন্ধের উপক্রম হয়েছে। এ সময় অবিলম্বে নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণের সহনীয় পর্যায়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক আসামউল হোসনা, জেলা জাতীয় পার্টির সদস্য ছিদ্দিক আহমদ মেম্বার, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন প্রমুখ।