Naya Diganta

রংপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের গরুসহ ৩ ঘর

রংপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের গরুসহ ৩ ঘর

রংপুরের গঙ্গচড়ায় আগুনে পুড়ে গেছে এক কৃষকের তিনটি ঘর, সকল আসবাবপত্র এবং একটি গরু।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার তিস্তা নদী-সংলগ্ন গান্নারপাড়ের দুদু মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ড হয়।

ঘটনার সময় তিস্তাপাড়ে সংবাদ সংগ্রহে থাকা স্থাণীয় সাংবাদিক শিমুল ইসলাম শিখর জানান, আমরা নিউজ সংগ্রহ করার জন্য তিস্তার বামতীর রক্ষাবাঁধের কাছে বসি। এ সময় রক্ষাবাঁধের পাশেই হঠাৎ করে আগুন দেখতে পাই। ৩০ মিনিটের মধ্যেই কৃষক দুদু মিয়ার তিনটি টিনের চালাঘর, ঘরের সকল আসবাব পত্র এবং একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। স্থাণীয়রা নদীর পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী অপর স্থানীয় সাংবাদিক আব্দুর রহিম পায়েল জানান, ‘আমি সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেই। ঘটনাস্থলে আসতে ফায়ার সার্ভিসের পাঁচ থেকে সাত মিনিট লাগার কথা। কিন্তু ফায়ার সার্ভিস আসে আগুন নেভার পর। এটা খুব দুঃজনক।’

দুদু মিয়ার স্বজনরা জানান, রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন লেগে যায় ঘরে। তারপর সব কিছুই পুড়ে গেছে। এখন তারা নিঃস্ব।