Naya Diganta

রেলের ভাড়া বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি : মন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির পরও আমরা রেলের ভাড়া বাড়ানোর কথা এখনই ভাবছি না। ইতোমধ্যে অনেক সংস্থা জ্বালানির মূল্যের সাথে সমন্বয় করেছে। তারপরও আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।’

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর রেল জংশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে।

এর আগে তিনি টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেলের নির্মাণ কাজের অগ্রগতির কাজ পরিদর্শন করেন।

সরকারের রেললাইন সম্প্রসারণে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার ফোর রেললাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩০০ কোটি টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাসরিন পারভিনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র : ইউএনবি