Naya Diganta

সালথায় ২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সালথায় ২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদপুরের সালথা সদর বাজারে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পেট্রোল পাম্প, জ্বালানি তেল বিক্রয়ের লাইসেন্সপ্রাপ্ত দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: তাছলিমা আকতারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সেবামূল্য তালিকা প্রদর্শন-সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর অধীনে তাছলিমা আকতার দোকান দুটিকে দুই হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: তাছলিমা আকতার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর অধীনে দুটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রত্যেক বাবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীকালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।