Naya Diganta

কারবালা ট্রাজেডি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের শিক্ষা দেয় : জামায়াতের আমির

কারবালা ট্রাজেডি আমাদেরকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের শিক্ষা দেয় : জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী খেলাফতের ব্যাপারে কোনো ধরনের আপস না করার কারণেই কারবালা ট্রাজেডি ঘটেছিল। কারবালার ঘটনা আমাদেরকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করার শিক্ষা দেয়।

তিনি ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘১০ মহররম কারবালা প্রান্তরে বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা:)-এর দৌহিত্র হোসাইন (রা:)-এর শাহাদাতের ঘটনা মুসলিম জাতির ইতিহাসে একটি অতীব গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। এই ঘটনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। আজো মুসলিম উম্মাহ অত্যন্ত ব্যথিত হৃদয়ে কারবালার ঘটনা স্মরণ করে আবেগে আপ্লুত হয়।’

তিনি বলেন, ‘হজরত হোসাইন (রা:) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সেদিন কারবালা প্রান্তরে পরিবার-পরিজন নিয়ে শাহাদাত বরণ করেছিলেন। রাসূল (সা:) কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রব্যবস্থা এবং তাঁর সাহাবীদের প্রবর্তিত খেলাফতি শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। ইসলামী খেলাফতের ব্যাপারে কোনো ধরনের আপস না করার কারণেই কারবালা ট্রাজেডি ঘটেছিল। কারবালার ঘটনা আমাদেরকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করার কথাই শিক্ষা দেয়।’

আমির বলেন, ‘আজ বাংলাদেশসহ সারা বিশ্বে যে শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে, তা থেকে মানুষকে মুক্তি দেয়ার জন্য আপসহীনভাবে সংগ্রাম করার শিক্ষা দেয় কারবালা ট্রাজেডি। এই ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে সেই সংগ্রামী চেতনা ধারণ করে অন্যায়, অসত্য, শোষণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি