Naya Diganta

হারানো ছেলেকে বাবা-মার কাছে হস্তান্তর করলেন সমাজসেবা অধিদফতর

হারানো ছেলেকে বাবা-মার কাছে হস্তান্তর করলেন সমাজসেবা অধিদফতর

মাদরাসাশিক্ষার্থী শিশু সাখাওয়াতকে (৭) তার বাবা-মার কাছে হস্তান্তর করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সমাজসেবা অধিদফতর।

সোমবার দুপুরে সমাজসেবা অফিসার তাসলিমা বেগম তার কার্যালয়ের সামনে সাখাওয়াতকে তার বাবা হালুয়াঘাটের ফকিরপাড়া কৈচাপুর গ্রামের মো: আশ্রাফ হোসেন ও মা মোসা: ফাতেমা খাতুনের হাতে তুলে দেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে বাবা-মা আনন্দে কেঁদে ফেলেন।

এ সময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীসহ সমাজসেবা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিশু, বাবা-মা ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সাখাওয়াতের বাবা ঢাকায় দক্ষিণ খান থানাধীন জয়না মার্কেট এলাকায় কাজ করার সুবাদে ওই এলাকায় বসবাস করেন। সে খানপাড়া মাদরাসার ছাত্র। গত ৩১ জুলাই অন্য ছেলেদের সাথে সাখাওয়াত বিমানবন্দর স্টেশনে ঘুরতে এসে ট্রেনে উঠে পড়ে। পরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে নেমে কান্নাকাটি করতে থাকলে এক ব্যক্তি তাকে গফরগাঁও থানায় নিয়ে যান।

পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ছেলেটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে নিয়ে যান। এরপর গত ৯ দিন যাবত শিশু সাখাওয়াত সমাজসেবা অফিসার তাসলিমা বেগমের অধীনে থাকা অবস্থায় শিশুর বাবা-মার খোঁজ পাওয়া যায়।