
হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে ১ জেলে নিহত
- ০৮ আগস্ট ২০২২, ১৬:০৬

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের নৌকা ডুবিতে নিহত শরীফ উদ্দিন নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার ভোরে জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর কুড়ালিয়ার হাওরে শরীফ উদ্দিন ও লোকমান নামের দুই জেলে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে হাওরের উত্তাল ঢেউ ও প্রচণ্ড ঝড়োবাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় লোকমান সাতার কেটে তীরে ওঠতে পারলেও শরীফ উদ্দিন পানিতে ডুবে মারা যান। মারা যাওয়ার ৭-৮ ঘণ্টা পরে শরীফ উদ্দিনের লাশ পানিতে ভেসে ওঠে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
লোকমানকে আহত অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জামালগঞ্জ থানার এস আই মাসুদ পারভেজ জানান, হাওরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শরীফ উদ্দিন মারা যান ও লোকমান নামের এক জেলে আহত হন। শরীফ উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।