Naya Diganta

বাদশা, রাকিব, সাদ ও কিরন বসুন্ধরা কিংসে

বাদশা, রাকিব, সাদ ও কিরন বসুন্ধরা কিংসে

গতবারের স্থানীয় ফুটবলার নিয়ে সন্তুষ্ট বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের। এরপর দলকে আরো শক্তিশালী করতে ঢাকা আবাহনীর দুই ফুটবলারকে নিয়েছে তারা। এরা হলেন স্টপার ব্যাক টুটুল হোসেন বাদশা ও মিডফিল্ডার রাকিব হোসেন। এছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রের সাদউদ্দিনকের নিয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ক্লাবটি।

ক্লাব সূত্রে এসব তথ্য জানা গেছে। যদিও এ বিষয়ে ক্লাব সভাপতি ইমরুল হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, রহমতগঞ্জের অধিনায়ক কিরনকেও দলে টেনেছে তারা। কিরন বলেন, আমি চ্যালেঞ্জ নিয়েই বসুন্ধরা কিংসে যোগ দিলাম। তিনি ২০১৭ সালে অনূর্ধ্ব-১৮ সাফে রানার্সআপ বাংলাদেশ দলের সদস্য ছিলেন।

আরেকজন বাদশা ফেসবুকে স্ট্যাটাস দিয়েই আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যোগ দেয়ার কথা জানান। এতো দিন আবাহনীতে থাকার জন্য আকাশী নীল শিবিরের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

এ দিকে চট্টগ্রাম আবাহনী ক্লাব কর্মকর্তা শাকিল মাহমুদ চৌধুরী পুরনো প্রায় সব ফুটবলারকেই ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন। এবার নতুন খেলোয়াড়দের নিয়েই দল গঠন করার কথাও জানান তিনি।