Naya Diganta

তাড়াশে ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

তাড়াশে ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের তাড়াশে ছিনতাইয়ের অভিযোগে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাহাত খান রুবেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা যুবলীগের জরুরি সভায় তাকে ওই পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুৎ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী নামক স্থানে ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের হাতে আটক হন তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল থেকে নাটরের তিন যুবক বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। এ সময় তারা বেড়খালী নামক স্থানে পৌঁছানোর পর রুবেল তাদের মোটরসাইকেল আটকে নিজেকে তাড়াশ থানার এসআই হিসেবে পরিচয় দেন। এ সময় তাদের কাছে মাদক আছে বলে অভিযোগ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে তাদের কাছে টাকা নেই বলে বাড়িতে ফোন করে টাকা আনার কথা বলে ৯৯৯ নম্বরে কল দেন। সাথে সাথে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ও রাহাত খান রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী শ্রী গিরেন উড়াওয়ের ছেলে পরিতোষ উড়াও তাড়াশ থানায় একটি মামলা করেন।