Naya Diganta

রংপুরে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ : ৫১ আত্মসমর্পণকারীর জামিন না-মঞ্জুর

রংপুরে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ : ৫১ আত্মসমর্পণকারীর জামিন না-মঞ্জুর

রংপুরের পীরগঞ্জের কসবা-মাঝিপাড়ার হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আত্মসমর্পণকারী ৫১ এলাকাবাসীর জামিন আবেদন খারিজ করে দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার বিকেল ৩টায় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পীরগঞ্জের বিচারক শফিকুর রহমান এই আদেশ দেন।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পীরগঞ্জের জিআরও এএসআই শহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে বিজ্ঞ বিচারকের কাছে জামিন চেয়ে পীরগঞ্জের হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ মামলার ৫১ আসামির পক্ষে জামিনের প্রার্থনা করেন নিযুক্ত আইনজীবীরা। শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গতবছর ১৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জের কসবা মাঝিপাড়ায় মহানবী (সা:)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে পরিতোষ নামের এক যুবক পালিয়ে যান। এ ঘটনায় একদল দুর্বৃত্ত পাশের হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় ১৯ অক্টোবর পীরগঞ্জ থানায় একটি মামলার প্রেক্ষাপটে ১৪১ জনের বিরুদ্ধে গত ২৬ জুলাই আদালতে চার্জশিট দেয় মামলার তদন্ত কর্মকর্তা। চার্জশিটভুক্তদের মধ্যে ৭০ জনকে আগে গ্রেফতার করা হয়। ৫১ জন আত্মসমর্পণের পর আরো ২০ জন এখনো পলাতক রয়েছে।