Naya Diganta

ইউক্রেন ছাড়তে প্রস্তুত আরো তিনটি জাহাজ

ইউক্রেন ছাড়তে প্রস্তুত আরো তিনটি জাহাজ

ইউক্রেনের বন্দর থেকে প্রথম জাহাজটি তুরস্ক হয়ে লেবাননের পথে। এবার ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে আরো তিনটি জাহাজ যাত্রার জন্য প্রস্তুত বলে জানিয়েছে তুরস্ক।

এই জাহাজগুলোও কৃষ্ণসাগরের পথ দিয়ে ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে যাবে বলে জানানো হয়েছে।

তুরস্কের মধ্যস্থতায় এবং জাতিসঙ্ঘের তত্ত্বাবদানে খাদ্যশস্য ভর্তি জাহাজগুলো একের পর এক যাত্রা শুরু করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই রাস্তা বন্ধ হয়ে গেছিল।

এক চুক্তির মাধ্যমে ইউক্রেন থেকে আবার খাদ্যশস্য রফতানির পথ সুগম করা হয়েছে। ফলে কৃষ্ণ সাগরের মাধ্যমে ইউক্রেনের শস্য আবার বিশ্ব বাজারে পৌঁছাতে পারছে। রাশিয়ার হামলার প্রায় পাঁচ মাস পর এই প্রথম এমন এক বোঝাপড়া সম্ভব হলো।