Naya Diganta

অনিবার্য নির্মাণ


ভাবছি, ক্ষমতার সাথে পাঞ্জা লড়ব-
লড়ব, একদল লুটেরা মাতালের সাথে-
যাদের ঘর বাঁধার নিজস্ব উদ্দেশ্য, ভবিষ্যৎ কোনো
পরিকল্পনা নেই। নেই বন্যা খরা মহামারী কিংবা
ঘূর্ণিঝড় প্রতিরোধে সার্বভৌম প্রতিরক্ষা নিরাপত্তা।

অনিবার্য এ নির্মাণে আমার মেনিফেস্টো’
জনগণ, জনরায় আর কুঁড়েঘর লাগোয়া
দহলিজ নিয়ে জোটবদ্ধ এক শান্ত-কুটির।
যা নদীজল; আমার আত্মজার শুভ্রস্বাক্ষর-
যার খুঁটি বেড়া আর ছাউনি হবে না খরিদ করা
কোনো শঠ-তঞ্চকের বাগান থেকে; যার শেকড়
লোনাজলে পচে হয়ে যায় মাছেদের খাবার...!

পিরামিড যেমন মিসরের নিজস্ব সম্মান
তেমন-ই; আমার নির্মাণ হয়ে উঠবে যেন
সুবাসে’- কোহিনূরের চন্দন আতর, পলকে
শ্বেত-পদ্মমঞ্জুরী আর শিল্পে লেইস ফিতাওয়ালার
চুড়ি-ক্লিপের বাক্স। এখানে ঠুনকো কোনো শব্দমিস্ত্রি
লড়াকুর জামিন-জমাদার হবে না তাই ভাবছি-
ক্ষমতা, লুটেরা আর মাতালের সাথে একচঞ্চু পাঞ্জা লড়ব।