Naya Diganta

চিৎকার


নিঃশব্দে হেঁটে যায় পথচারী
বহুদূর যেতে হবে তার
আলোকিত করে রাজপথ
খুলে দিতে হবে দিগন্তের দ্বার।

পেটে ক্ষুধা, দৃষ্টিজুড়ে হতাশা
তবুও বহুদূর যেতে হবে তার
ভিখিরি নয়, কবি সে
কবিতা বেঁচে জুটাবে আহার।

ছেঁড়া পাঞ্জাবি, ঝুলিভর্তি পাণ্ডুলিপি
আর পাঁজরের হাড়ে বন্দি শব্দমালা
একা বিকেলে, প্রতি সকালে
করেছে সে ছন্দ মেলানো খেলা।

পথও আর বেশী দূরে নেই
হঠাৎ শুনতে পায়, কেবা দেয় তাকে ধিক্কার!
কার এত ক্ষোভ! এত ক্রোধ কার?
ওমা! এ তো তার হৃদপিণ্ডে বন্দী কবিতার চিৎকার।