Naya Diganta

যৌন নির্যাতনের অভিযোগে প্রমাণিত হওয়ায় ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

যৌন নির্যাতনের অভিযোগে প্রমাণিত হওয়ায় ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

সহপাঠীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়
প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বহিষ্কৃত ওই শিক্ষার্থী যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী। তার নাম কবির আহমেদ।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে পড়াশোনা সংক্রান্ত
আলোচনার জন্য দেখা করতে বলে একই বিভাগের সহপাঠীকে ধর্ষণের চেষ্টা করেন কবির। কোনো রকমে সেখান থেকে বের হয়ে ভুক্তভোগী কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নেয়। এরপর কবির ওই শিক্ষার্থীর বাসায় গিয়েও বিরক্ত করা শুরু করে। পরে ওই শিক্ষার্থী প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ঘটনার তদন্ত সাপেক্ষে বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।