Naya Diganta

চৌগাছায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

চৌগাছায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

যশোরের চৌগাছায় বজ্রপাতে সেলম হোসেন (৩১) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার বারুইহাটি গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।

প্রত্যাক্ষদর্শী ও সেলিম হোসেনের সহকর্মী আলতাফ হোসেন জানান, সেলিমসহ তারা ১১ জন বারুইহাটি গ্রামের পূর্বমাঠে দিনমজুর হিসেবে আমন ধানের চারা রোপন করছিলেন। হঠাৎ বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে তারা মাঠ ছেড়ে বাড়ি ফিরে আসছিলেন। পথিমধ্যে তারা গ্রামের গভীর নলকুপের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে সেলিম হোসেন ঘটনাস্থেলই মারা যান।

আলতাফ হোসেন আরো বলেন, আমরা নলকুপের পানি সেচের ড্রেনের ওপর দিয়ে এক সারিতে যাচ্ছিলাম, সেলিম ছিল আমার পেছনে হঠাৎ তিনি আমার পেছন থেকে আগে উঠে যায়। হঠাৎ তার মাথার ওপর বজ্রপাত হয়। বজ্রপাতে সেলিমের মাথার চুল ও গায়ের জামা আগুন ধরে পুড়ে যায়। মৃত সেলিম হোসেনের স্ত্রী ও তামিন হোসেন নামে ছয় বছরের এক ছেলে রয়েছে।

ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।