Naya Diganta

তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস পেলোসির

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে ন্যান্সি পেলোসি

চীনের ‘অপ্রয়োজনীয়’ মহড়ার নিন্দা করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার তাইওয়ান সফরের প্রতিক্রিয়া হিসেবে তাইওয়ানের চারপাশে ‘পরিকল্পিত সামরিক অভিযান’ এবং লাইভ ফায়ার ড্রিল ঘোষণা করেছে।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই।

এদিকে বুধবার সফরে এসে তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন পেলোসি।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে রাজধানী তাইপে’তে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বন্ধুত্বের কারণে এই সফরে এসেছি।’

পেলোসি বলেন, ‘ওয়াশিংটন তাইওয়ানের স্থিতিবস্থাকে সমর্থন করে।’

তিনি বলেন, ‘আমরা চাই না জোর জবরদস্তি করে তাইওয়ানে কিছু হোক।’

ন্যান্সি আরো বলেন যে, তিনি এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা দ্ব্যর্থহীনভাবে ‘তাইওয়ানের পাশে আছে যুক্তরাষ্ট্র’ বার্তাটি পাঠাতে দ্বীপটি সফর করছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় তাইওয়ান নিরাপত্তাসহ স্বাধীনতা পাবে এবং এ থেকে পিছপা হবে না।’

সূত্র : আল-জাজিরা