Naya Diganta

ইউক্রেন ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ

ইউক্রেন ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ

অবশেষে ইউক্রেন থেকে শস্য রফতানিকারী প্রথম জাহাজ ওডেসা বন্দর ছেড়েছে। এর মাধ্যমে যুদ্ধের কারণে গত পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বজুড়ে বন্ধ থাকা শস্য রফতানি সোমবার থেকে পুনরায় শুরু করল ইউক্রেন।

সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

জানানো হয়, সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্যবোঝাই জাহাজ রেজোনি লেবাননের উদ্দেশে ওডেসা বন্দর ছেড়েছে। এদিকে জাতিসঙ্ঘ এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা বহন করছে।

ধারণা করা হচ্ছে, জাহাজটি মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছাবে। সেখানে এটি পরিদর্শন করার পর চূড়ান্তভাবে ছেড়ে দেয়া হবে।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বের অন্যতম দুই প্রধান খাদ্য ও জ্বালানি রফতানিকারক দেশের মধ্যে চলে আসা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে।

ইস্তানবুলে গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসঙ্ঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহন চুক্তি হয়। মূলত জাতিসঙ্ঘের আহ্বানে তুরস্ক এ শস্য রফতানি প্রক্রিয়ায় রাশিয়া ও ইউক্রেনের সাথে মধ্যস্থতা করে।