Naya Diganta

উত্তর বারিধারার অবনমন টিকল মুক্তিযোদ্ধা

উত্তর বারিধারার অবনমন টিকল মুক্তিযোদ্ধা।

কোনোভাবেই যেন ম্যাচ দু’টি পাতানো না হয় সেজন্য একই দিনে একই সময়ে দুই ভিন্ন ভিন্ন মাঠে খেলার আয়োজন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কর্মকর্তার সন্দেহ ছিল ঢাকা আবাহনী ম্যাচ ছেড়ে দিতে পারে উত্তর বারিধারাকে। কিন্তু এই সন্দেহ হালে পানি পায়নি। উল্টো আবাহনীর বড় জয় উত্তর বারিধারার বিপক্ষে।

আগেই রানার্সআপ ট্রফি নিশ্চিত করা আবাহনীর ৫-২ গোলে জয় গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে। তা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটনের হ্যাটট্রিকের (৪ গোল) উপর ভর করে। অন্য দিকে মুক্তিযোদ্ধার ৩-২ গোলের জয় সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

অবশ্য হেরে যাওয়ার মাধ্যমেই এবারের টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যায় উত্তর বারিধারার। ২২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের।

অন্যদিকে রোববার মুন্সীগঞ্জে জিতে শুধু টিকেই যায়নি মুক্তিযোদ্ধা একই সাথে পয়েন্ট টেবিলের ৯ নাম্বারে উঠে এসেছে ১৯ পয়েন্ট নিয়ে।

উল্লেখ্য, আগেই রেলিগেটেড হয়ে যায় স্বাধীনতা ক্রীড়া সঙ্ঘ। ৪৭ পয়েন্ট পাওয়া আবাহনীর হাতে তুলে দেয়া হয় রানার্সআপ ট্রফি। সাইফ স্পোর্টিং হারে শেষ করলেও ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।

রোববার গোপালগঞ্জে আবাহনীর পক্ষে ১৮, ২৩, ৪০ ও ৭০ মিনিটে চার গোল করেন ডরিয়েলটন। অপর গোল আরেক ব্রাজিলিয়ান রাফায়েলের (৫৮ মি.)। উত্তর বারিধারার মারুফ আহমেদ ৪৮ মিনিটে ব্যবধান কমান। এরপর উজবেক ফুটবলার ফাজিলভ ৮৩ মিনিটে অপর গোল করেন।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১০ জনের সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মুক্তিযোদ্ধার ৩-২ গোলের জয়ে গোলদাতা বুরুন্ডির সুদি আবদুল্লাহ (৪৬ মি.), জাপানী মিসাওয়া (৪৫ মি.) ও কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব (৫০ মি.)। তিন গোলে পিছিয়ে থাকা সাইফ স্পোর্টিং ৭২ মিনিটে সানডের গোলে সমতা আনেন। ৮৬ মিনিটে মুক্তিযোদ্ধার সাজন মিয়া আত্মঘাতী গোল করলে জমে যায় খেলা। অবশ্য সাইফের পক্ষে হার এড়ানো সম্ভব হয়নি।