Naya Diganta

ফিনল্যান্ড-সুইডেনের প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় তুরস্ক

সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার জন্য আঙ্কারার যে দাবিগুলো পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তার অপেক্ষায় রয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এ কথা বলেছেন।

দেশ দুটিতে অবস্থান করা সন্ত্রাসী গোষ্ঠী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তুরস্ক।

এরদোগান বলেন, ‘আমরা যে দাবি করেছিলাম তা পূরণের জন্য অপেক্ষা করছি এবং দেশ দুটির তুরস্কের সাথে কোনো আপোষ করার আশা করা উচিত নয়।’

সোমবার টিআরটি-তে একটি লাইভ সম্প্রচারে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, এই দুটি দেশকে তুরস্ক ন্যাটোতে যোগদানে সমর্থন করবে বলে আশা করা উচিত নয়, যদি না তারা সন্ত্রাসীদের তুরস্কবিরোধী কার্যকলাপে বাধা দেয়।

তিনি আরো বলেন, আঙ্কারার সন্ত্রাসবাদবিরোধী উদ্বেগের বিষয়ে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং অন্যান্যদের দ্বারা প্রদর্শিত অবস্থানে আঙ্কারাও বিরক্ত। তিনি উল্লেখ করেছেন যে, সুইডিশ এবং ফিনিশ প্রতিনিধি দলগুলো উল্লেখ করেছে যে অন্যান্য ইউরোপীয় দেশগুলো একই অবস্থানে রয়েছে।

তুরস্কের পরিকল্পিত আন্তঃসীমান্ত অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট বলেন, সিরিয়া সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় পরিণত হয়েছে এবং রাশিয়া ও ইরানকে তাদের অবস্থান নির্ধারণ করতে হবে।

সূত্র : ডেইলি সাবাহ