Naya Diganta

সাফ ফুটবল অনূর্ধ্ব-২০ : জয়ে শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র গোলদাতা বাংলাদেশের মিরাজ

বড় জয়ই আশা করা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। অবশ্য জয়টা একাধিক গোলের না হলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ম্যাচ ছেড়েছে পল স্মলির বাংলাদেশ দল।

সোমবার ভারতের ভূবনেশ্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ পুরুষ সাফের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। ৪৬ মিনিটে বদলি হিসেবে নামা মিরাজুল ইসলাম ৭২ মিনিটে শাহীন মিয়ার ক্রসে হেডে গোলটি করেন। এর ফলে জয়ে লাল-সবুজদের কোচ হিসেবে অভিষেক হলো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলের।

দিনের অপর ম্যাচে নেপাল ৪-০ গোলে জয় পায় মালদ্বীপের বিপক্ষে।

মঙ্গলবার তানভীর হোসেনদের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে।

বাফুফে এলিট অ্যাকাডেমির হলে বিসিএলে ১১ গোল করা ঝালকাঠির সন্তান মিরাজ জানান, খুব ভালো লাগছে আমার গোলে দল জেতায়। এই জয় আগামী ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেতে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
ভারত থেকে ম্যানেজার বিজন বড়ুয়া জানান, আমরা ভালো ম্যাচ খেলেছি। নোভা, ফয়সাল এবং রফিকরা গোল মিস না করলে ৩-৪ গোলে জিততে পারতাম। শ্রীলঙ্কা দল প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। তাদের রানিং চেজিং ছিল চমৎকার।