Naya Diganta
ই উ ক্রে নে র লো ক ক থা

নাগকন্যা

ই উ ক্রে নে র লো ক ক থা

(গত দিনের পর)

নওকরের কাছ থেকে এমন ভ্যাবলা ধরনের উত্তর আশা করেনি সাপ। এমন অদ্ভুত একটি সাপ দেখে সে কিনা ভয়ে চিৎকার দিবে, তারপর লুটেপুটে দেবে দৌড়। না হয় হাতজোড় করে প্রাণভিক্ষা চাবে। এসব কিছু না করে সে কিনা বলে, মন চাইলে গিলে খেয়ে ফেল আমায়!
সাপটি মনে মনে বলে, আরে বোকা, আমি কি তোমাকে খেয়ে ফেলার জন্য পথ আগলে আছি? আমার উদ্দেশ্য যে ভিন্ন। কিন্তু মুখে সুস্পষ্ট স্বরে উচ্চারণ করে, ভয় নেই তোমার? আমার লিকলিকে জিহ্বা দেখেও কি ভয় পাচ্ছ না তুমি?
: ভয় পেলেই কী? এই বিজন বনে তোমার হাত থেকে তো আর বাঁচার উপায় নেই। বরং চলে যাওয়াই ভালো।
সাপটি বলে, নাহ, খাবো না তোমায়, যদি তুমি আমার একটি কাজ করে দাও।
: কী কাজ?
: কাজের কথা খুলে বলা যাবে না। তুমি বরং বাড়ি ফিরে যাও। দেখবে তোমার মনিব প্রচণ্ড রকমের ক্ষেপে আছেন। (চলবে)