Naya Diganta
জানা অজানা

রোবট

জানা অজানা
রোবট

ছ্ট্টো বন্ধুরা,

তোমরা হয়তো রোবট সম্পর্কে জানো, তাই না? এটি মানুষের তৈরি যান্ত্রিক পুতুলবিশেষ। রোবটকে বাংলায় যন্ত্রমানব বলা যায়।
বিশ্বের অনেক দেশে, বিশেষ করে শিল্পোন্নত দেশে অনেক কাজে রোবট ব্যবহার করা হয়। ভারী, হালকা, সূক্ষ্ম- এমনকি গৃহস্থালি কাজেও এ যন্ত্র ব্যবহার করা যায়। ইলেকট্রনিক পদ্ধতি প্রয়োগ করে বর্তমানে রোবটকে করা হয়েছে আরো উন্নত ও কর্মক্ষম। এবার ছবি দেখো।