
নয়া দিগন্তের সাংবাদিক হামিদ সরকারের বাবা আর নেই
- ০৭ জুলাই ২০২২, ০৬:০০

দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হামিদ সরকারের বাবা মো. গোলাম হোসেন সরকার আর নেই। গতকাল বুধবার রাত ১১টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাকে সিরাজগঞ্জের রায়গঞ্জে দাফন করা হবে।
মো. গোলাম হোসেন সরকার পাঠ্যপুস্তক বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
তার ইন্তেকালে নয়া দিগন্ত পরিবার গভীর শোক প্রকাশ করেছ। আল্লাহ তাকে জান্নাত দান করুন।