Naya Diganta

বিরল নীল রঙা চিংড়ি

সম্প্রতি বিরল একটি নীল রঙা গলদা চিংড়ি ধরেছেন যুক্তরাষ্ট্রের এক জেলে। বিস্ময়কর তথ্য হলো এই চিংড়ির দাম হতে পারে ২০ লাখ টাকা! দ্য ওয়ার্ল্ড নিউজ এক প্রতিবেদনে বিরল এই চিংড়ি ধরার বিষয়টি জানায়। গত রোববার সামুদ্রিক এ চিংড়িটি ধরা পড়ে। তবে সেটিকে ছেড়ে দিয়েছেন জেলে।
সুইডিশ চিকিৎসাবিজ্ঞানী লার্স-জোহান লারসন নীল রঙের গলদা চিংড়িটির একটি ছবি নিজের টুইটার হ্যান্ডলে প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, এ প্রাণীটি পোর্টল্যান্ডের উপকূলে ধরা পড়েছিল। চিংড়িটি যাতে আরো বড় হয়, সে জন্য পানিতে ছেড়ে দেয়া হয়েছে।
টুইট পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রায় পাঁচ লাখের বেশি মানুষ লারসনের টুইট রি-টুইট করে। অনেকেই টুইট পোস্টে কমেন্ট করেন। এর আগে ১৯৯৩ সালের গ্রীষ্মে এমন একটি নীল চিংড়ি ধরা পড়েছিল বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।