Naya Diganta

বাংলাদেশ দলকে জরিমানা

দ্বিতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে সব ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। শেষ এক ওভারের জন্য বেশি সময় লেগেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তাই সেøা ওভার রেটের কারণে আইসিসি টাইগারদেরর ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা করে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি। ম্যাচ রেফারি জরিমানার অর্থ নির্ধারণ করেন। দলের অধিনায়ক মাহমুদুল্লাহ শাস্তি মেনে নেয়ায় শুনানি হয়নি। আইসিসির খেলোয়াড় আচরণবিধিতে বলা আছে কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি ব্যয় করলে শাস্তির মুখোমুখি হতে হবে। সেøা ওভার করার ফলে ম্যাচ ফির ২০ ভাগ করে জরিমানার অর্থ গুনতে হবে।