Naya Diganta

সেরা দশে বেয়ারস্টো ছিটকে গেলেন কোহলি

‘বেয়ারস্টোর গত ২৫ দিনের রান কোহলির গত ১৮ মাসের রানসংখ্যার চেয়ে বেশি।’ এজবাস্টন টেস্টের পর বিরাট কোহলিকে ট্রল করে টুইট করে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী ‘বার্মি আর্মি’। ২৫ দিনে টেস্টে ছয় ইনিংসে বেয়ারস্ট্রোর সেঞ্চুরিই চারটি, আরেকটি ইনিংস অপরাজিত ৭১ রানের। এর মধ্যে টেস্টে ব্যাটিংয়ের ধাঁচও পাল্টেছেন ইংল্যান্ড তারকা। আর বিরাট কোহলি তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে। স্বাভাবিকভাবেই আইসিসির র্যাংকিংয়ে এর প্রভাব পড়েছে। কাল আইসিসি প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছেন ভারতীয় তারকা। তবে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২৫০৩ দিন, অর্থাৎ ছয় বছরেরও বেশি সময় পর।
এজবাস্টনে ভারতের দুই ইনিংসে ১১ ও ২০ রান করা কোহলির অবনমন ঘটেছে তিন ধাপ। নেমে গেছেন ১৩তম স্থানে। এজবাস্টনে অপরাজিত ১৪২ রানের ইনিংস খেলা রুট ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর ১১ ধাপ লাফ দিয়ে কোহলির আগের জায়গাটা নিয়েছেন বেয়ারস্ট্রো উঠে এসেছেন দশম স্থানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে দুই উইকেট নেয়া বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে। টি-২০তে শরীফুলের সেরা অবস্থান এটিই।