Naya Diganta

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যা : ১৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সদরের খুরুশকুলে দলীয় লোকজনদের হামলায় ছাত্রলীগ নেতা ফায়সাল উদ্দীন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে তার ভাই নাছির উদ্দীন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় প্রধান অভিযুক্ত আজিজ সিকদারকে প্রধান আসামি করে ১৭ জনকে এজাহানামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া ১০/১২জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রধান আসামি আজিজ সিকদারকে সোমবার আটক করে র্যাব। এ ছাড়া ঘটনার দিন জড়িত সন্দেহে আরো ছয়জনকে আটক করে পুলিশ। উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ ওঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে। নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে।