Naya Diganta

দাদন ব্যবসায়ীর মারধরে বগুড়ায় মুরগি ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুরে সুদের টাকা না পেয়ে আকাব্বর হোসেন (৪২) নামের এক মুরগি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কাফুড়া পূর্বপাড়া গ্রামের লবির উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আকাব্বর হোসেন পেশায় মুরগি ব্যবসায়ী। স্থানীয় হাটবাজারে মুরগির ব্যবসা করে সংসার চালাতেন। তার এ ব্যবসার কার্যক্রম বাড়ানোর জন্য এনজিও-সহ একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি চড়া সুদে ঋণ নেন। এরই ধারাবাহিকতায় সাত মাস আগে একই গ্রামের আজিবর হোসেন ও রানু বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ঋণ নেন। বিনিময়ে প্রতি মাসে চার হাজার করে সুদের টাকা পরিশোধ করে আসছিলেন তিনি। কিন্তু গত জুন মাসে ব্যবসা মন্দার কারণে সুদের টাকা দিতে পারেননি আকাব্বর। এতে তার ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই দুই দাদন ব্যবসায়ী।
নিহতের মেয়েজামাই শামিম হোসেন অভিযোগ করে বলেন, সুদের টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ নিয়ে উভয়ের মধ্যে বাগি¦তণ্ডার একপর্যায়ে আমার শ্বশুরকে বেধড়ক মারধর করে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আজিবর হোসেন ও রানু বেগম পলাতক রয়েছেন।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি।