Naya Diganta

পদ্মা সেতুর সুফল : যানবাহনের চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

যানবাহনের চাপ নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিরাচরিত দৃশ্য বদলে গেছে। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ ও বাড়তি যানবাহনের চাপে লেগে থাকা যানজটে নাকাল সেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানবাহনের বাড়তি চাপ। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। চাপ নেই বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তেও।

মহাসড়কে টহলরত আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত সদস্য ও বাসশ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনাসহ বেশ কয়েকটি জেলার যানবাহন তাদের রাস্তা পরিবর্তন করেছে। এসব জেলার যানবাহনগুলো ফেরি পারাপারে দীর্ঘ দুর্ভোগের কারণে আগে বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানী ঢাকা যাতায়াত করত। ওইসব যানবাহন এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কমেছে যানবাহনের চাপ। এর ফলে এই রোডে চলাচলকারী যানবাহন ও ঈদে ঘরমুখো মানষের বাড়ি ফেরা নির্বিঘ্ন হয়েছে ।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, এবারের ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজটমুক্ত থাকায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে।