Naya Diganta

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয়পত্র


সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ব্যাকরণ থেকে আরো ৭টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১। ‘বধ’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) াবৃধ্ + ক্ত
খ) াবধ+অ
গ) াহন্+অল
ঘ) াহন্+ণিন
১২। প্রত্যয় নির্ণয়ে গুণের নিয়ম কোনটি?
ক) অ এর স্থলে আ
খ) ঈ এর স্থলে ঐ
গ) উ এর স্থলে ও
ঘ) ঋ এর স্থলে আর
১৩। ‘তন্বী’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) তনু+নী
খ) তনু+ঈ
গ) তন+নী
ঘ) তনু+ই
১৪। ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক) দ্যুল + অক
খ) দ্যুল + ওক
গ) দীব + লোক
ঘ) দিব্ + লোক
১৫। ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ?
ক) যৌগিক
খ) রূঢ়ি
গ) দেশী
ঘ) যোগরূঢ়ি
১৬। নীরব এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নী+রব
খ) নীঃ+রব
গ) নি+রব
ঘ) নিঃ+রব
১৭। সাকল্যবাচক সর্বনাম পদের উদাহরণ নিম্নের কোনটি?
ক) অন্য, অপর, পর
খ) কে, কি, কোন
গ) সব, সকল, সমুদয়
ঘ) স্বয়ং, খোদ, নিজ
উত্তর: ১১.গ, ১২. গ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ।