Naya Diganta

‘গণতন্ত্র মানবতার সবচেয়ে স্থায়ী উপায়’

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ‘নাগরিক দায়িত্ব’ পালনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।

৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে রাষ্ট্রদূত হাসসহ ঢাকায় কূটনৈতিক মিশনের প্রধানরা সাক্ষাৎ করেন।

মঙ্গলবার শেয়ার করা একটি ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে, ‘শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নেয়ার জন্য গণতন্ত্র মানবতার সবচেয়ে স্থায়ী উপায় এবং নির্বাচন গণতন্ত্রের মূলভিত্তি।’

যুক্তরাষ্ট্র বলেছে, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশি জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করার অপেক্ষায় রয়েছে।

সূত্র : ইউএনবি