Naya Diganta

অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, সিডনি ছাড়ছে আরো মানুষ

সিডনিতে প্রবল বর্ষণে তলিয়ে যাওয়া একটি সড়কে দুই শিশুকে নিয়ে নৌকা চালাচ্ছেন এক ব্যক্তি : এএফপি

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মুষলধারে বৃষ্টি অব্যাহত আছে, এতে সিডনি শহরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নদীগুলোর পানি দ্রুত বেড়ে বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার পর মঙ্গলবার নগরীটির আরো কয়েক হাজার বাসিন্দাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব উপকূলীয় নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় ৫০ হাজার বাসিন্দাকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হতে পারে এমনটি জানানো হয়েছে। এদের অধিকাংশই সিডনির পশ্চিমাংশের বাসিন্দা।
এর আগে সোমবার ওই অঞ্চলের ৩০ হাজার বাসিন্দাকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ডমিনিক পেরোটেট সাংবাদিকদের বলেছেন, ‘অনুগ্রহ করে আত্মতুষ্টিতে ভুগবেন না, এ দুর্যোগ শেষ হতে অনেক সময় লাগবে। আপনি যেখানেই থাকুন, আমাদের রাস্তাগুলোতে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। এখনো হড়কা বান হওয়ার যথেষ্ট ঝুঁকি আছে।’
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, উপকূলীয় নিম্নচাপটি উত্তরদিকে চলে যাওয়ায় মঙ্গলবার থেকে সিডনিতে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার প্রকোপ কমে আসতে পারে। এই নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও তিন দিনে এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে।