Naya Diganta

শপথ নিলেন কুসিকের মেয়র ও কাউন্সিলররা

কুসিক মেয়র আরফানুল হক রিফাত।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ এ আয়োজন সম্পন্ন করেন।

এ সময় বিজয়ী মেয়র আরফানুল হক রিফাতকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

২৭টি সাধারণ ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডের মোট ৩৬ জন কাউন্সিলরের মধ্যে জামায়াত অনুসারী দু’কাউন্সিলর শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুসিক মেয়র আরফানুল হক রিফাতসহ কাউন্সিলররা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপিসহ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে জয়ী হন। ২৩ জুন বাংলাদেশ গেজেটে মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশিত হয়।