Naya Diganta
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

ভা র তী য় লো ক কা হি নী

(গত দিনের পর)
নাগপুত্র এবার বিড়ালকে বলে, তুমি এসেছিলে বলেই রক্ষা। না হলে গগন চিল আমাকে খেয়েই ফেলত। মুখে আমার শ্রী আংটিটি ধরা। তাই এ যাত্রায় নাগপুত্রের চোবল থেকে রক্ষা পেল গগন চিল। তারা আবার উঁচু বৃক্ষের শাখা থেকে বেয়ে বেয়ে নিচে নামতে থাকে।

এরপর আর দেরি হয়নি তাদের। ভোর না হতেই শ্রী আংটি নিয়ে হাজির হয় তারা তাদের প্রিয় সওদাগরপুত্রের কাছে। শ্রী আংটি ফিরে পেয়ে খুশিতে আত্মহারা সওদাগরপুত্র। ক্ষণিকক্ষণও দেরি নয়। শ্রী আংটিকে আদেশ করে তার প্রিয় রূপের কন্যা ও রাজপ্রাসাদ ফিরিয়ে আনার জন্য। ক্যারিশমাটিক আংটি! ভোর না হতেই দেখা গেল এই বিরান ভূমিতে আবার উদিত হচ্ছে সেই রাজপ্রাসাদ। (চলবে)