Naya Diganta
নি ত্যো প ন্যা স

অদ্ভুত অদল বদল

নি ত্যো প ন্যা স

এগার.

আব্বাছ খাঁ টেবিল কাঁপিয়ে ধমকে উঠলেন, ‘ডাক্তারের কাছে মানুষ কি চায়? এইখানে চেম্বার খুলে বসেছেন কেন?’
ধমক খেয়ে ডাক্তার ভেতরে ভেতরে দমে গেল। তবুও ভাব বজায় রেখে বললেন, ‘বলুন আপনার সমস্যা কী?’
আব্বাছ খাঁ আগের মতোই বাজখাই গলায় বললেন, ‘সমস্যা তো আমার না। আপনার।’
‘মানে?’
‘মানে আগে নিজের চিকিৎসা করান। পরে রোগী দেখবেন। রোগীদের সাথে এমন ধমকে কথা বলছেন কেন? আমরা আছি বলেই তো আপনারা বেঁচে আছেন। আমাদের টাকায় আপনাদের সংসার চলে।’
ডাক্তার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ‘আপনি যান এখান থেকে। আপনার মতো রোগী আমি দেখব না।’
আব্বাছ খাঁ টেবিল চাপড়ে ধমকে উঠলেন, ‘আলবৎ দেখবেন। আপনি না দেখলে আপনার ঘাড়ে দেখবে।’ ভেতরের ধমকাধমকি শুনে কম্পাউন্ডার উঁকি দিলো। ‘স্যার কোনো সমস্যা?’
ডাক্তার সাহেব মাছি তাড়ানোর মতো হাত ঝাড়া দিয়ে বললেন, ‘সব ঠিক আছে। তুমি বাইরে যাও।’
এরপর ডাক্তার সাহেব নরম গলায় বললেন, ‘আপনার অসুবিধা কী?’
আব্বাছ খাঁও নরম গলায় বললেন, ‘আমি স্লিম হতে চাই।’
ডাক্তার এবারে আর বিস্ময় প্রকাশ করলেন না। বাদ প্রতিবাদ করলেন না। সুবোধ বালকের মতো প্রেসক্রিপশন লিখে বললেন, ‘ওষুধগুলো খান। যেমনটি চান তেমনটি হয়ে যাবেন।’
(চলবে)