Naya Diganta
জানা অজানা

বিছুটিতে হাত দিলে চুলকায় কেন

জানা অজানা
বিছুটিতে হাত দিলে চুলকায় কেন

ছোট্ট বন্ধুরা,
তোমরা অনেকেই বিছুটির সাথে পরিচিত, বিশেষ করে গ্রামের বন্ধুরা। গ্রামের ছোট জঙ্গল বা আড়ায় সাধারণত বিছুটিগাছ দেখা যায়। এ গাছের পাতায় হাত দিলে চুলকায়। বলতে পারো কেন? এ পাতায় অতি ক্ষুদ্র এক ধরনের আঁশ থাকে, যার মধ্যে এক প্রকার রস থাকে। এ রস মানুষের ত্বকের সংস্পর্শে এলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, চুলকায়। শুধু মানুষের হাতে নয়, শরীরের যেখানেই স্পর্শ লাগে সেখানেই চুলকায়। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।