Naya Diganta

হাদিসের কথা

লোক দেখানো আমল শির্কতুল্য
মাহমুদ ইবন লাবিদ রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শির্কে আসগর (ছোট শির্ক)। তারা বলল, হে আল্লাহর রাসূল শির্কে আসগর কী? তিনি বললেন, ‘রিয়া (লোক দেখানো আমল), আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাদের (রিয়াকারীদের) বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেয়া হবে- তোমরা তাদের কাছে যাও যাদের তোমরা দুনিয়াতে দেখাতে, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না।’
-আহমাদ, হাদিসে কুদসি