Naya Diganta

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন : শ্রমিক কল্যাণ ফেডারেশন

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন : শ্রমিক কল্যাণ ফেডারেশন।

পবিত্র ঈদুল আজহার ছুটির আগে প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

তারা বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। তারা খুব সামান্য বেতনে দৈনন্দিন জীবন-যাপন করে। বর্তমান বাজারের তুলনায় শ্রমিকের শ্রমমূল্য অতি নগণ্য। ফলে শ্রমজীবী মানুষদের সঞ্চয় বলে কিছু থাকে না। ঈদের সময় সন্তান ও পরিবারের জন্য একখানা নতুন পোশাক ও একটু ভালো খাবার তুলে দেয়ার জন্য শ্রমিকদেরকে উৎসব ভাতার ওপর নির্ভর করতে হয়। শ্রমিকরা যে উৎসব ভাতার দিকে সারা বছর চেয়ে থাকে সেই উৎসব ভাতা নিয়ে মালিকরা প্রতি বছর টালবাহানা করে। এটি দেশের জন্য যেমন লজ্জার ঠিক তেমনিভাবে প্রতিটি শ্রমিকের জন্য কষ্টদায়ক। আমরা চাই এই টালবাহানার অবসান হোক। ঈদের আগে সকল শ্রমিকদের প্রাপ্য বেতন ও বেতনের সম পরিমাণ উৎসব ভাতা বুঝিয়ে দেয়া হোক।’

নেতৃবৃন্দ বলেন, ‘দেশের একটি বৃহৎ অংশ শ্রমিকরা অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত রয়েছে। এই সকল শ্রমিকরা উৎসব ভাতা থেকে বঞ্চিত। রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক-তালিকা প্রণয়ন করে তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎসব ভাতা প্রদান করতে হবে।’

বিবৃতিতে তারা আরো বলেন, ‘ভুলে গেলে চলবে না দেশের প্রতিটি শ্রমিকের মুখে হাসি ফোঁটানো রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে সরকারকে বিশেষ ভূমিকা পালন করতে হবে।’