Naya Diganta

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জের ঢাকী, লালপুর ও ফুলপুর গ্রামের প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সোমবার সকাল থেকেই তিনটি স্পটে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান থাকবে। তাদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

ফাউন্ডেশনটির পরিচালক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরেজমিনে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

তিনি বন্যাকবলিত মানুষের উদ্দেশে বলেন, ‘আল্লাহ তায়ালা বিভিন্ন কষ্ট দিয়ে বান্দাদের পরীক্ষা করে থাকেন। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাদের কাছে কিছু উপহার-সামগ্রী নিয়ে আসার চেষ্টা করেছি। আল্লাহ তায়ালা আমাদের সকলের পরীক্ষাকে সহজ করুক। দ্রুত আমাদের এ কষ্ট থেকে মুক্তি দান করুক।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট রোকন রেজা, সদস্য সচিব জাকির আহমেদ, নির্বাহী কর্মকর্তা আবু নাঈমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সেচ্ছাসেবকবৃন্দ।