Naya Diganta

নাজিরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

নাজিরপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে শুরু হয়েছে পশু বেচা-কেনা। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমজমাট হয়ে উঠছে পশুর হাটগুলো। জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক, নছিমন, করিমন, পিকাআপ ভর্তি আসছে গরু-ছাগল। ব্যস্ততা বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের।

মঙ্গলবার উপজেলার দীঘিরজান পশুর হাটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে দাম বেশি হওয়ায় বেশির ভাগ ক্রেতার চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু।

কোরবানির গরু কিনতে আসা ক্রেতা মো: মিজানুর রহমান ও কামরুজ্জামান বলেন, অধিকাংশ বিক্রেতাই গরুর দাম অনেক বেশি চাচ্ছেন। গত বছর যে সাইজের গরু কিনেছি ৮০ হাজার টাকায় এ বছর ঠিক ওই সাইজের গরুর দাম চাওয়া হচ্ছে ৯৫ থেকে এক লাখ ১০ হাজার টাকা। বাজারের সবচেয়ে বড় গরুর দাম হাকা হয়েছে চার লাখ টাকা।

গরু বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় দাম কিছুটা এদিক-সেদিক হতে পারে। কারণ, এ বছরের গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে অধিকাংশ ক্রেতাই গরুর দাম অনেক কম বলছেন।

উপজেলার দক্ষিণ বানিয়ারী থেকে বাজারের সবচেয়ে বড় গরু নিয়ে আসছেন মো: সওকত হোসেন খান। তিনি জানান, অন্য বছরের তুলনায় এবার ক্রেতারা গরুর দাম কম বলছেন। এখন পর্যন্ত বড় গরুর ক্রেতাই আসেনি। তবে ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে। আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে এই হাটের একপাশে উঠেছে ছাগল। এখনো ছাগল বিক্রি জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন, হাটে ছাগল আনা শুরু হয়েছে। আগামীকালের মধ্যেই বিক্রি জমে উঠবে বলেও আশা করছেন তারা।

নাজিরপুর উপজেলা প্রাণীসমম্পদ কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান, ‘এবার উপজেলার স্থায়ী-অস্থায়ী পশুর হাট বসবে মোট তিনটি। প্রতি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে।’