Naya Diganta

ঈদে ৭ দিন রাজধানীর প্রবেশপথে ধরা হবে মোটরসাইকেল

ঈদে ৭ দিন রাজধানীর প্রবেশপথে ধরা হবে মোটরসাইকেল

ঈদুল আজহার সাত দিন রাজধানীর প্রবেশপথে ধরা হবে মোটরসাইকেল। এ ছাড়াও ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

রোববার সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এ তথ্য জানান।

সরকারি এ নির্দেশনা পালনে আগামী ৭ জুলাই থেকে রাজধানীর প্রবেশপথে মোটরসাইকেল আটকানো হবে। যা ১৩ জুলাই পর্যন্ত এ বাস্তবায়িত হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান জানান, ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে, ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

মুনিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এবার রাজধানীর প্রতিটি প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট থাকবে। রাজধানী থেকে সাভার-আমিনবাজারসহ ঢাকা জেলার অধীনস্ত এলাকা ছাড়া অন্য কোনো জেলার মোটরসাইকেল চলাচল করতে দেয়া হবে না।