Naya Diganta

কুষ্টিয়ায় ভাবী হত্যা মামলায় দেবরের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রওশনা (৪০) নামে এক নারীকে হত্যার দায়ে দেবরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ার আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপর দিকে কুষ্টিয়ার মিরপুর থানার একটি অস্ত্র মামলায় একই আদালত একজনের ১০ বছরের কারাদণ্ড ও আরেক জনকে বেকসুর খালাস দেন। সোমবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ দু’টি মামলার রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিমচর রামকৃষ্ণপুর ৮ নম্বর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে শুকুর মালিথা। রায় ঘোষণার সময় শুকুর মালিথা আদালতে উপস্থিত ছিলেন। তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিমচর রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আসামি ২০১৩ সালের ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে রওশনের মেয়ে বিথির (৭) কাছে এক গ্লাস পানি চায়। বিথি পানি না দিয়ে চলে গেলে শুকুর মালিথা অশ্লীল ভাষায় বিথিকে বকাবকি করে। এ সময় বিথির মা রওশনা প্রতিবাদ করলে শুকুর রওশনার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে শুকুর কোদাল দিয়ে রওশনার মাথায় আঘাত করলে রওশনা মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত রওশনার ভাই আলী আজগর বাদি হয়ে ওই দিনই দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।