Naya Diganta

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকে আরো ৫টি নৈর্বক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬। ‘ছাগদুগ্ধ’ সমস্তপদটির ঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ছাগের দুগ্ধ খ) ছাগ ও দুগ্ধ
গ) ছাগী হতে দুগ্ধ ঘ) ছাগীর দুগ্ধ
৭। ধ্বনি বিপর্যযের উদাহরণ কোনটি?
ক) ইস্কুল খ) রিসকা
গ) বসতি ঘ) বিলিতি
৮। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক) সমীভবন
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ) বিষমীভবন
৯। স্বরভক্তির অপর নাম কী?
ক) বিপ্রকর্ষ খ) অভিশ্রুতি
গ) অন্ত্যস্বরাগম ঘ) অপিনিহিতি
১০। বাংলা উপসর্গের মধ্যে কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
ক) আ, অ, অঘা, অজ
খ) আ, সু, বি, নি
গ) অঘা, আ, উপ, অপ
ঘ) আ, অনা, ইতি, কু
উত্তর : ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ।