Naya Diganta

সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মেঘনার আগুন, আহত ৫

সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মেঘনার আগুন, আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১১টি ইউনিট ও মেঘনার ব্যবস্থাপনায় আরো ৬টি ইউনিটসহ মোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ জন কর্মী আহত হয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের ১১টি ইউনিট ও অন্যান্য ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে।