Naya Diganta

ইউক্রেনের শস্যবাহী রুশ জাহাজ আটক তুরস্কের

ইউক্রেনের শস্যবাহী রুশ জাহাজ আটক তুরস্কের

ইউক্রেনের শস্যবাহী একটি রুশ জাহাজ আটক করেছে তুরস্ক। রাশিয়া তাদের শস্য চুরি করে নিয়েছে- ইউক্রেনের এমন অভিযোগের প্রেক্ষাপটে জাহাজটি আটক করা হয়েছে বলে তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত রোববার জানিয়েছেন।

রাষ্ট্রদূত ভ্যাসিল বনদার ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, 'আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি। জাহাজটি বর্তমানে বন্দরের মুখে রয়েছে। তুরস্কের কাস্টম কর্তৃপক্ষ জাহাজটি আটক করেছে।'

তিনি বলেন, তদন্তকারীদের বৈঠকের মাধ্যমে জাহাজটির ভাগ্য নির্ধারিত হবে।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেন, ঝাবেক ঝোলি নামের জাহাজটি রুশ দখল করা বার্ডিনস্ক বন্দর থেকে ইউক্রেনের শস্য নিয়ে এসেছে।

তারা জানান, জাহাজটিতে সাড়ে চার হাজার টন শস্য ছিল।
ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, তুর্কি ক্রেতারা এই শস্য কিনেছিল। এরপর তুরস্ক জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখবে।

সূত্র : ডেইলি সাবাহ