Naya Diganta
জা না-অজানা

ঘাম কেন বের হয়

জা না-অজানা

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো জানো গরমের দিনে বা পরিশ্রম করার ফলে আমাদের শরীর থেকে ঘাম বের হয়। কারণ কী? আমাদের শরীরে যে উত্তাপ থাকে তা গরম বা পরিশ্রমের ফলে ঘামের মধ্য দিয়ে শরীরের লোমকূপের ছিদ্রপথে বাইরে বেরিয়ে আসে। শরীরের তাপ আর বাইরের উত্তাপের মধ্যে সমতা রক্ষার জন্য ভেতর থেকে ঘাম বেরিয়ে শরীরকে করে ঠাণ্ডা। মনে রেখো, ঘামে বিভিন্ন ধরনের রোগজীবাণু থাকতে পারে। তাই, একজনের ঘাম অন্যজনের গায়ে যাতে না লাগে সে বিষয়ে খেয়াল রাখা ভালো।