Naya Diganta

এনামুল বিজয়ের ভিন্ন রেকর্ড

বৃষ্টিতে পুরো ম্যাচ হয়নি। ১৩ ওভার ব্যাটিংয়ের পর পরিত্যক্ত ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়। আর তাতেই গড়েন রেকর্ড। ব্যাটিংয়ে নামার আগেই টস হওয়ার সাথে সাথেই রেকর্ড গড়েন বিজয়। বিজয় এর আগে ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন। প্রায় সাড়ে ছয় বছর পর টি-২০ একাদশে তিনি। এরই মধ্যে বাংলাদেশ দল ৭৯টি ম্যাচ খেলেছে। দেশের আর কোনো ক্রিকেটারের এত বড় বিরতি নেই।
এর আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর। ২০১২ সালে অভিষেকের পর চার ম্যাচ খেলে বাদ পড়েন তিনি। আবার ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুন সুযোগ পান ম্যাচে। মাঝের সময়ে টাইগাররা ৫০টি ম্যাচ খেলে। এ ছাড়া শফিউল ইসলাম ৩৭, নুরুল হাসান সোহান ৩৪, ইমরুল কায়েস ২৭ ও আলআমিন হোসেন ২৭ ম্যাচ বিরতির পর ফিরেছিলেন বাংলাদেশের টি-২০ দলে।
বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে অনেক দূরেই বিজয়। এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষকের বিরতি ছিল ১০২টি টি-২০ ম্যাচ।