Naya Diganta

মার্কিন টিকটক ব্যবহারকারীদের ডাটা এখন ওরাকলের সার্ভারে


টিকটক প্লাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার অংশ হিসেবে মার্কিন ব্যবহারকারীদের ডাটা ওরাকলের সার্ভারে সরিয়ে নেয়া হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির কাছে মার্কিন ব্যবহারকারীর উপাত্ত চলে যাচ্ছেÑ সাম্প্রতিককালে এমন অভিযোগের জবাবে এ তথ্য জানায় বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। মার্কিন আইন প্রণেতাদের সমালোচনার মুখে এক বিবৃতিতে টিকটক জানায়, আমরা চীনা পার্টিকে মার্কিন ব্যবহারকারীর ডাটা সরবরাহ করিনি বা অনুরোধ করা হলেও আমরা তা করতাম না।
সিনেটরদের কাছে পাঠানো চিঠিতে টিকটক সিইও শু ঝি জানান, ব্যবহারকারীর ডাটা নিরাপত্তা জোরদারে ওরাকল করপোরেশনের সাথে কাজ করছে টিকটক। চলতি সপ্তাহে মার্কিন সিনেটরদের আশ্বস্ত করেছে, টিকটক যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর ডাটা অ্যাকসেস সীমিত করার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এমনকি বাইটড্যান্সের কর্মীরাও এ ডাটার অ্যাকসেস পাবেন না। ডাটা স্টোরেজ ও অ্যাকসেস নীতি নিয়ে ৯ জন রিপাবলিকান সিনেটরের প্রশ্নের লিখিত জবাব দিয়েছে টিকটক।
সংস্থাটি সিনেটরদের কাছে পুনর্ব্যক্ত করেছে, চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) কখনো আমেরিকান ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য চায়নি। তারা জানায়, আমরা সিসিপিকে মার্কিন গ্রাহকের তথ্য সরবরাহ করিনি, অনুরোধ করলেও আমরা তা করতাম না। টিকটক কর্মকর্তারা আরো জানান, বাইটড্যান্স ইঞ্জিনিয়াররা প্লাটফর্মের অ্যালগরিদমগুলোয় কাজ করতে পারেন।
নতুন প্রটোকল নিশ্চিত করে তারা শুধু ওরাকলের কম্পিউটিং নেটওয়ার্ক থেকে ডাটা বের না করেই কাজ চালাতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে টিকটক। বিশ্বে এর সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিদেশী বিনিয়োগসংক্রান্ত কমিটি পর্যালোচনার আওতায় রয়েছে প্লাটফর্মটি।