Naya Diganta

হজে গিয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু

হজে গিয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় লায়লা আক্তার (৫২) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি পবিত্র মক্কা আল-মুকাররমায় ১ জুলাই মারা যান। লায়লা আক্তারের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়। তার পাসপোর্ট নম্বর EG0061017। একইদিনে তপন খন্দকার (৬২) নামে আরো একজন মারা যান। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে ১১ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ৩ জন।

রোববার হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আরো ৯ জন বাংলাদেশী মারা গেছেন। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৬০) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪) ও মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৪) ১৭ জুন, আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) ২১ জুন, ২৮ জুন মো. আব্দুল গফুর মিয়া (৬১) এবং ৩০ জুন মো. রফিকুল ইসলাম (৪৭) ও ফাতেমা বেগম (৬০) মারা যান।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত (৩ জুলাই রাত ২টা) ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৯ হাজার ৫৬৫ জন। সৌদি আরবে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।